শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

উপস্থিত থাকা অত্যাবশকীয় নয় এমন স্টাফদের বাসায় থেকে কাজ করতে বলেছে জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৫:৫৬ পিএম

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের যে সকল স্টাফের উপস্থিত থাকা একেবারে অত্যাবশকীয় নয় তাদেরকে কমপক্ষে তিন সপ্তাহ বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে জাতিসংঘ শুক্রবার এমন ঘোষণা দেয়। খবর এএফপি’র।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘জাতিসংঘ সদরদপ্তরে আমাদের সরাসরি উপস্থিতি কমাতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।’

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার স্টাফদের উদ্দেশে দেয়া এক পৃথক বার্তায় তিনি বলেন, ‘আপনাদের শারীরিকভাবে সুস্থ রাখার বিষয়টি আমি সর্বোচ্চভাবে গুরুত্ব দিচ্ছি। আমার চাওয়া আপনারা নিরাপদ ও সুস্থ থাকুন।’ নিউইয়র্কে জাতিসংঘের প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারি রয়েছে।

এ সপ্তাহে পরীক্ষা-নিরীক্ষায় ফিলিপাইনের এক কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়েছে। জাতিসংঘ সদরদপ্তরে এই প্রথম কোন কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়লো।

করোনাভাইরাস রোধের প্রচেষ্টায় বিশ্বের অনেক সংগঠন ও কোম্পানি তাদের স্টাফদের দেশে পাঠিয়েছে। বাসস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন