শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইসরাইল শান্তি চায় না : আরব লীগ

অবৈধ বসতি শান্তি প্রক্রিয়া ব্যাহত করছে : জাতিসংঘ

| প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল শান্তি চায় না বলে মন্তব্য করেছেন আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইত। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে যে সব বসতি স্থাপন করা হয়েছে তা কখনো সরিয়ে নেয়া হবে না বলে নেতানিয়াহুর সা¤প্রতিক বক্তব্যের পর এক বিবৃতিতে আরব লিগ প্রধান এ মন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সা¤প্রতিক মন্তব্যে প্রমাণিত হচ্ছে যে তেল আবিব শান্তি চায় না। নেতানিয়াহুর কঠোর নিন্দা করে তিনি বলেন, শান্তি চায় এমন কোনো ব্যক্তি এ ধরনের বিবৃতি দিতে পারেন না। গত সোমবার দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু অঙ্গীকার ব্যক্ত করে বলেছিলেন, পশ্চিম তীরের কোনো বসতি কখনোই সরিয়ে নেয়া হবে না। ১৯৬৭ সালে দখল করার পর থেকে পশ্চিম তীরে শতাধিক ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপন করেছে তেল আবিব। অপর এক খবরে বলা হয়, ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের কারণে ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। তিনি বলেন, এই সমস্যা সমাধানের অন্য কোনও বিকল্প পদ্ধতি নেই। গত বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহর সঙ্গে রামাল্লায় বৈঠক করেন গুতেরেজ। বৈঠকের পরই তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই রাষ্ট্র সমাধানের ক্ষেত্রে এই অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং মানুষের দুর্দশা কমাতে হবে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আযাদী মুসলিম ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৬ পিএম says : 0
আরবলীগ নামক এই মুনাফীক্ব ও ইহুদিবাদী জাতি নিপাত যাক, আযাদকামী ফিলিস্তিনী মুসলিমরা মুক্তিপাক।
Total Reply(0)
৩১ আগস্ট, ২০১৭, ১২:৫৪ পিএম says : 0
আরব নেতাদের এতটাকা তারা কোনো গরীব মজলুম মুসলিমদের চোখে পরেনা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন