শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দ্য ওয়ে ব্যাক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০১ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১. অনওয়ার্ড
২. দি ইনভিজিবল ম্যান
৩. দ্য ওয়ে ব্যাক
৪. সোনিক দ্য হেজহগ
৫. দ্য কল অফ দ্য ওয়াইল্ড


গ্যাভিন ও’কনর পরিচালিত ড্রামা ফিল্ম ‘দ্য ওয়ে ব্যাক’। ‘কমফোর্টেবলি নাম’ (১৯৯৫), ‘টাম্বলউইড’ (১৯৯৯), ‘মিরাকল’ (২০০৪), ‘প্রাইড অ্যান্ড গ্লোরি’ (২০০৮), ‘ওয়ারিয়র’ (২০১১), ‘জেইন গট এ গান’ (২০১৫) এবং ‘দি অ্যাকাউন্টেন্ট’ (২০১৬) ও’কনর পরিচালিত ফিল্ম। সাবেক বাস্কেটবল খেলোয়াড় জ্যাক কানিংহ্যাম (বেন অ্যাফ্লেক) তার দুঃখ ভোলার জন্য মদে বুঁদ হয়ে আকে। সে একসময় তারকা খেলোয়াড় ছিল কিন্তু তার বাবা তাকে ভালবাসে না, বরং তার খেলায় দক্ষতার জন্য তাকে আমল দেয় জানতে পেরে সে তার দক্ষতার শিখরে থাকাকালে খেলা ছেড়ে দেয়। মদের আসক্তির কারণে শুধু তার সংসারও ভাঙেনি বিপুল ক্ষতির মুখোমুখি হতে হয় তার। কিন্তু এরপরও সে ১৯৯৩ থেকে ১৯৯৫ পর্যন্ত যেহেতু বর্ষসেরা খেলোয়াড় ছিল স্কুল টিমে প্রশিক্ষণ দেবার জন্য তার ডাক পড়ে কারণ তার দল ছাড়ার পর তার স্কুলের দল আর তেমন ভাল করতে পারেনি। অনিচ্ছাসত্তে¡ও সে প্রশিক্ষণ দিতে রাজি হয় যায়। কিন্তু প্রশিক্ষণ শুরু করার পর সে বুঝতে শুরু করে পুরো সম্ভাবনা আছে দলটির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন