চৈত্রের প্রথম দিনে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও এ সময় দমকা হাওয়া বয়ে যায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় পারদ সর্বোচ্চ ৩২.৩ এবং সর্বনিম্ন ২০.৪ ডিগ্রি সে.। সবচেয়ে কম তাপমাত্রা ছিল ডিমলায় ১৭.২ ডিগ্রি সে.।
আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানায়, খুলনা, বরিশাল, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ আংশিক মেঘলাসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তি ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপরের ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এদিকে লঘুচাপের একটি বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন