বিনোদন ডেস্ক : দেশের বাইরে ঈদ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কনসার্টে গাইতে গিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ। লেবানন ও ইতালির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে অনুষ্ঠানে তিনি গাইবেন। বর্তমানে তিনি রয়েছেন লেবাননে। লেবানন থেকে ইতালিতে যাবেন। দেশ ছাড়ার আগে মমতাজ বলেন, 'নিজের মাটি ছেড়ে বাইরে কোথাও যেতে সব সময়ই আমার কষ্ট হয়। তারপরও দেশের বাইরে যেসব বাংলাদেশী রয়েছেন তাদের অনুরোধ ফেলতে পারি না। তাই যেতে হয়। লেবানন কনসার্টের পরে আবার ইতালিতে কনসার্ট। কনসার্ট শেষ করেই আবার দেশে ফিরব।' এদিকে মমতাজকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শুভেচ্ছাদূত নির্বাচন করা হয়েছে। ২৪ জুলাই শুরু হচ্ছে এই আয়োজন। ঢাকার বাইরের প্রতিটি ভেন্যুতে ম্যাচ শুরুর আগে মমতাজ উপস্থিত থাকবেন। ইতোমধ্যে বিপিএল নিয়ে নির্মিত একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। স¤প্রতি বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই গানটির ভিডিওচিত্রের শুটিং স¤পন্ন হয়েছে। গানের কথাগুলো হলো, ফুটবল ফুটবল, আওয়াজ উঠেছে চল। জমবে লড়াই, হবে কোলাহল। বল বল বল, গলা ছেড়ে বল, লেটস শাউট ফর ফুটবল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন