রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রীড়াঙ্গণের প্রথম শিকার গার্সিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০০ এএম

করোনা ভাইরাসের কারণে ক্রীড়াঙ্গনে প্রাণ গেলো স্প্যানিশ কোচের। রবিবার প্রাণঘাতী ভাইরাস জীবন কেড়ে নিয়েছে ২১ বছর বয়সী তরুণ কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার। অবশ্য তিনি শুধু করোনাভাইরাসেই সংক্রমিত ছিলেন না। আগে থেকে লিউকোমিয়াতেও ভুগছিলেন। যেটি ধরা পড়ে করোনায় পজিটিভ হওয়ার পরে!

স্পেনের মালাগার ক্লাব আতলেতিকো পোর্তাদা আলতায় যুব দলের ফুটবল কোচ ছিলেন গার্সিয়া। করোনায় পজিটিভ হন গত সপ্তাহে। স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে গার্সিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ভাবা হয়েছিল, প্রবল ঠাÐা লেগেছে তার। পরীক্ষার পরে জানা যায় করোনায় আক্রান্ত গার্সিয়া। করোনার লক্ষণ দেখা দেওয়ার পর লিউকোমিয়াও ধরা পড়ে।

করোনায় ইউরোপের দেশগুলোর মধ্যে সবেচেয় বেশি আক্রান্ত ইতালি। তার পরেই স্থান স্পেনের। করোনার ঝুঁকি এড়াতে স্পেন জরুরি অবস্থাও জারি করেছে। এখনও পর্যন্ত ৩০৯ জন প্রাণ হারিয়েছেন। গার্সিয়াকে নিয়ে মালাগাতেই পাঁচজন প্রাণ হারিয়েছেন। কিন্তু এই অঞ্চলে এত অল্প বয়সে এভাবে মারা যাওয়ার নজির এবারই প্রথম। মালাগায় মৃত বাকি ৪ জনেরই বয়স ৭০ এর ওপরে!

অন্যদিকে ইতালিয়ান ক্লাব স্যাম্পদোরিয়ার পর করোনাভাইরাসে পর্যুদস্ত লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়া। স্বাস্থ্য পরীক্ষায় স্প্যানিশ ক্লাবটির ৩৫ শতাংশ খেলোয়াড় ও স্টাফদের শরীরে করোনাভাইরাস জনিত কভিড-১৯ রোগের উপস্থিতি পাওয়া গেছে। যদিও আপাতদৃষ্টিতে তারা এই ভাইরাসে আক্রান্ত বলে লক্ষণ দেখা যাচ্ছিল না। আগেই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, আর্জেন্টাইন সেন্টার-ব্যাক এসেকুয়েল গারেই ও ফরাসি সেন্টার-ব্যাক এলিয়াকিম মানগালা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের করোনাভাইরাস জনিত কভিড-১৯ এর আরও পরীক্ষা-নিরীক্ষা করা হলে তাতে ফলাফল পজিটিভ আসে বলে বিবৃতিতে জানিয়েছে ভ্যালেন্সিয়া।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন