শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় ১৫ বিদেশ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

কোটালীপাড়া(গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১:৫২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন দেশ থেকে আগত ১৫ বিদেশ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য এ তথ্য নিশ্চিত করেছেন। যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা হলেন উপজেলার রাজাপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী দিপক হালদার, সিকির বাজারের মালয়েশিয়া প্রবাসী দাউদ শেখ, উনশিয়া গ্রামের মালয়শীয়া প্রবাসী শহীদুল হাজরা, রামশীল গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিন্টু হালদার, রামশীল পূর্বপাড়া গ্রামের বাহরাইন প্রবাসী হরষিত হালদার, কদমবাড়ী গ্রামের ব্রুনাই প্রবাসী সঞ্জিত গাইন, ভুয়ারপাড়া গ্রামের লেবানন প্রবাসী দেলোয়ার মোল্লা, বান্ধাবাড়ী গ্রামের দুবাই প্রবাসী আমির ফরাজী, বান্ধাবাড়ী গ্রামের লন্ডণ প্রবাসী লোকমান কাজী, কুশলা গ্রামের দুবাই প্রবাসী আমিনুর শেখ, মধ্য কয়খা গ্রামের মোজাফফর গাজী তার প্রবাসের নাম জানা যায়নি, উত্তর পাড়া গ্রামের লেবানন প্রবাসী মনির হাওলাদার ও তার স্ত্রী মারিয়া খানম এবং পূর্বপাড়া গ্রামের লেবানন প্রবাসী কায়েস তালুকদার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামসুল আলম জানিয়েছেন বিভিন্ন দেশ থেকে আশা ১৫ ব্যক্তিকে ১৪ দিন পর্যন্ত আমরা তাদের বাড়ীতে থাকার পরামর্শ দিয়েছি এবং সার্বক্ষনিক ভাবে তাদের পর্যবেক্ষনে রেখেছি। তবে তাদের কারো শরীরে এখন পর্যন্ত অসুস্থতার কোন লক্ষণ পাওয়া যায়নি। এছারাও হাসপাতালে দুইটি আইসোলেশন বেড রাখা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন