বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় ৯৯জন হোম কোয়ারেন্টাইনে

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৫:৩৭ পিএম

নওগাঁয় বিদেশ থেকে আসা ৯৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সিভিল সার্জন ডাঃ এস,এম আখতারুজ্জামান। নওগাঁয় এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হননি। গতকাল মঙ্গলবার পর্যন্ত এই জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিল ৮৮ জন। এর মধ্যে ২১ জনকে ১৪ দিন হওয়ায় বাদ দেয়া হয়েছে। আজ বুধবার আরও ৩২ জন যোগ হয়েছেন। এর মধ্যে নওগাঁ সদরে ৩জন, মহাদেবপুরে ৮জন, মান্দায় ৫জন, ধামইরহাটে ৫জন, পতœীতলায় ২জন, নিয়ামতপুরে ২জন ও সাপাহারে ৭ জন।

তিনি জানান, তাদের ১৪ দিন সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সব সময় তাদের দেখ ভাল করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। আশঙ্খাজনক তেমন কেউ নাই। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের করোনা ভাইরাস সম্পর্কে জানাতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় লিফলেট লাগানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন