শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ১১৬৬ টাকা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৯:০৮ পিএম

চলতি বছর দুই দফায় বাড়ার পর এবার দেশের বাজারে এবার কমল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হৃাস পাওয়ায় নতুন এ মূল্য নির্ধারণ করেছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৮ হাজার ২৮ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণেও দাম নির্ধারণ করা হয় ৫৩ হাজার ১২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণেও প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪০ হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। নতুন নির্ধারিত দরে ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।

এর আগে গত ১৮ ফেব্রæয়ারি ও ৫ জানুয়ারি স্বর্ণের দাম বাড়িয়ে ছিল বাজুস। ওই সময়ে বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণ বলেছিল সংগঠনটি। ওই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল ৬১ হাজার ৫২৭, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫৪ হাজার ১৭৯ টাকা। তারও আগে গত বছরের ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর কথা বলেছিল সংগঠনটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
robiul alam ১৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম says : 0
bangladesh gold market business people terrorist because internal market gold price high right now UAE gold price today 3/18/2020 one gram TYPE TYPE MORNING EVENING YESTERDAY OUNCE 5,475.64 5,545.37 5,651.80 24K 180.75 183.00 186.50 22K 169.75 171.75 175.25 21K 162.00 164.00 167.00 18K 138.75 140.50 143.25 22k gold price now bangladeh mony become 45836 taka
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন