শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নওগাঁর মান্দায় ৩২ বোতল ফেন্সিডিল সহ আটক ২

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৬:১২ পিএম

নওগাঁর মান্দায় অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকানো অবস্থায় ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ রনি (২০) এবং আসমাউল (২১) নামে দুজনকে আটক করেছে থানা পুলিশ। আটক রনি মান্দা উপজেলার চাক কালিকাপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে এবং আসমাউল চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ গ্রামের আবু তালেবের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর নামক স্থানে তাদেরকে আটক করা হয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন, এসআই আশিস কুমার এবং এসআই সুজনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করা হয়েছে। তারা লাল রঙের এপাছি মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। তিনি বলেন, ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন