শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে ফেনসিডিলসহ ৩ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১:১৯ পিএম

করোনাকালেও থেমে নেই মাদকের কারবার। রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীতে অভিযান চালিয়ে ৩১১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে পাকড়াও করেছে র‌্যাব।
গ্রেফতার তিনজন হলেন, মোঃ আরিফ (৩৫), মোঃ সুমন (২৫) ও মোঃ জাকির হোসেন (৩২)।

র‌্যাব জানায়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে কতিপয় মাদক ব্যবসায়ী একটি কাভার্ডভ্যান যোগে পণ্য পরিবহণের আড়ালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামে আসছে এমন খবর পেয়ে ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
কাভার্ডভ্যানটি (চট্ট মেট্টো-ট-১১-৪৫২৯) তল্লাশী করে ড্রাইভিং সিটের পিছনে সুকৌশলে লুকানো ৩১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পণ্য পরিবহনের আড়ালে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ ১১ হাজার টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন