শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তিতুমীর সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ব্রিটিশবিরোধী বিপ্লবী বীর তিতুমীর ভ‚মিকায় অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসাইন। ডায়েল রহমান পরিচালিত এ চলচ্চিত্রটির প্রথম লুক অনলাইনে এসেছে। যেখানে নিরবকে তিতুমীরের গেটআপে দেখা গেছে। ডায়েল রহমান বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই যোদ্ধা ও তার বিখ্যাত বাঁশের কেল্লা চলচ্চিত্রে উঠে আসবে। এতে মূল চরিত্র করছেন নিরব। সে অনুযায়ী গত সপ্তাহে এর ফটোশুট হয়েছে। এর চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। ডায়েল রহমান এর আগেও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। ফরায়েজী আন্দোলন নিয়ে তৈরি করেছিলেন ফরায়েজী আন্দোলন। এতে মূল চরিত্রে অভিনয় করেন আমিন খান। এছাড়া তিনি ঈশা খাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন। যার মুখ্য চরিত্রে আছেন ডি এ তায়েব। তিতুমীর বাংলার প্রজাদের ওপর স্থানীয় জমিদার, ইউরোপীয় নীলকরদের অত্যাচার প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনে নেমেছিলেন। যার পুরো নাম সৈয়দ মীর নিসার আলী। প্রাথমিক পর্যায়ে তার আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার। মুসলিম সমাজে শিরক ও বিদাতের অনুশীলন নির্ম‚ল করা এবং মুসলমানদের দৈনন্দিন জীবনে ইসলামের অনুশাসন অনুসরণে উদ্বুদ্ধ করাই ছিল তার আন্দোলনের প্রাথমিক লক্ষ্য। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাঁশের কেল্লা তৈরি করে বিখ্যাত হন তিনি। ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন বীর এই যোদ্ধা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন