শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দুই নাটক নিয়ে ভারত যাচ্ছে চন্দ্রকলা নাট্যদল

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভারতে ১১তম আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে নাট্যদল চন্দ্রকলা থিয়েটার। দলের ২টি নাটক নিয়ে যোগ দিতে ২২ জানুয়ারি ঢাকা ছাড়বে চন্দ্রকলা। সেখানে মহত্মা গান্ধি মঞ্চে ২৬ ও ২৭ জানুয়ারি প্রদর্শিত হবে নাটক দুটি। দলটির মৌলিক হাসির নাটক তামাশা’র সাথে যুক্ত হচ্ছে নতুন প্রযোজনা মানুষ। দুটি নাটকেরই রচনা ও নির্দেশনা দিয়েছেন- তরুণ নাট্যকার ও নির্দেশক এইচ আর অনিক। অনিক বলেন, যে কোনো আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ করা এক ধরনের চ্যালেঞ্জ। সেখানে বিভিন্ন দেশের স্বনামধন্য নাট্যদল অংশ নেয় এবং অনেক ভালোমানের নাটক মঞ্চায়ন হয়। ফলে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজ করে। এ লক্ষ্য নিয়ে আমাদের ২টি নাটকেই বৈচিত্র্যতা আনার চেষ্টা করেছি। যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধ, দেশের শিক্ষা ও সংস্কৃতির নানা চিত্র তুলে ধরা হয়েছে। আশাকরি, সফল্যের সাথেই আমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবো। উল্লেখ্য ১০ম আন্তর্জাতিক নাট্যোৎসবে ৬টি দেশের মধ্যে বাংলাদেশের চন্দ্রকলা থিয়েটার ১ম স্থান অধিকার করেছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন