রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টেবিল টেনিস লিগ স্থগিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৮:১২ পিএম

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এবার স্থগিত করা হয়েছে ঢাকা মহানগর টেবিল টেনিস (টিটি) লিগ। আগামী ১২ এপ্রিল থেকে পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল এই লিগের সিনিয়র, প্রথম ও নারী বিভাগের খেলা। এবারের ঢাকা মহানগর টিটি লিগের সিনিয়র বিভাগে ১১টি ক্লাব, প্রথম বিভাগে ২৫টি এবং নারী বিভাগে ৭টি ক্লাব অংশ নেয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশের অন্য ক্রীড়ার মতো টিটি লিগের খেলাও স্থগিত করা হল। মঙ্গলবার বাংলাদেশ টেবিল টেনিস ফেডােেরশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। লিগ শুরুর নতুন দিনক্ষণ নির্ধারণ হবে করোনাভাইরাসের পরিস্থিতি ভালো হওয়ার পর।

এর আগে করোনাভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে যায় প্রিমিয়ার ফুটবল লিগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। এছাড়া দেশের সব ক্রীড়া আসরও বর্তমানে স্থগিত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন