রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল স্থগিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন সবকিছুই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ও ইউরোপা লিগ ফাইনালটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে উয়েফা। অনির্দিষ্টকালের জন্য মেয়েদের চ্যাম্পিয়নস লিগ ফাইনালও স্থগিত হয়ে গেছে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালটি হওয়ার কথা ছিল ৩০ মে, ইস্তাম্বুলে। বাকি টুর্নামেন্টগুলোও মে মাসে হওয়ার কথা ছিল। এ বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘নতুন স‚চি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা ক্যালেন্ডার নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। নতুন ঘোষণা যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।’

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত চারটি দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দলগুলো হলো-আতলেতিকো মাদ্রিদ, পিএসজি, আতালান্তা ও আরবি লাইপজিগ। শেষ ষোলোতে এখনও চারটি ম্যাচ বাকি। ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-লিওঁ, বার্সেলোনা-নাপোলি ও বায়ার্ন মিউনিখ-চেলসির ম্যাচগুলো হয়নি এখনও। এর ফলে সবকিছুই ঝুলে থাকলো এই অবস্থায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন