মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।নির্মাতা নিয়াজ মাহবুব আজম খানের গল্পে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘কঙ্কাল’। এই নাটকে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। সতীর্থ রহমানের গল্পে ও নির্দেশনায় মৌটুসী বিশ^াস অভিনয় করেছেন ‘স্বপ্ন মৃত্যু কিংবা ভালোবাসার গল্প’। এতে তিনি অভিনয় করেছেন কাজল চরিত্রে। দুটি নাটকের কাজ বাংলাদেশে কোরোনার প্রভাব শুরু হবার আগেই শেষ হয়েছে বলে জানান মৌটুসী বিশ^াস। সতীর্থ রহমান পরিচালিত ‘স্বপ্ন মৃত্যু ও ভালোবাসা’ নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। ‘কঙ্কাল’ নাটকে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌটুসী বিশ^াস বলেন, ‘একজন সাংবাতিকের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি বুঝেছি সাংবাদিকরা কতো কষ্ট করেন। কতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে পালন করতে হয়। কতো চ্যালেঞ্জিং এই পেশা তা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি। মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কতো যে শ্রম দিতে হয়, তা এই চরিত্রে অভিনয় করতে গিয়ে উপলদ্ধি করেছি। ধন্যবাদ নিয়াজ মাহবুবকে আমাকে এমন চমৎকার একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দেবার জন্য।’ এদিকে আজ স্বাধীনতা দিবসেই মৌটুসী বিশ^াসের জন্মদিন। তবে এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোন আয়োজন নেই। কারণ সারাবিশ^ এখন করোনা ভাইরাসে আতঙ্কিত। বাংলাদেশও এর বাইরে নয়। আবার আগামী ৪ এপ্রিল মৌটুসীর মেয়ে আরিয়ারও জন্মদিন। সেই সময় পর্যন্ত করোনা ভাইরাসের প্রভাবে দেশের সার্বিক পরিস্থিতি কী হয় তাও জানা নেই কারো। তাই মেয়ের জন্মদিন নিয়েও কোন পরিকল্পনা নেই। মৌটুসী বিশ^াস বলেন, ‘সবাই যার যার ঘরে অবস্থান করে নিরাপদে থেকে এই করোনা ভাইরাস’র ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের মেকাবেলা করতে হবে। ঈশ^র সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন