বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানের কাছ থেকেই স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ।
চিঠিতে ইমরান খান লেখেন, পাকিস্তানের সরকার ও জনগণ এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
পাকিস্তান বাংলাদেশের সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার করতে চায়। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও উন্নতি বজায় রাখার জন্য আমাদের দুই দেশেরই অভিন্ন ইচ্ছা রয়েছে। এই মিলগুলো সামনের দিনগুলোতে পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে আমাদের জন্য শক্ত ভিত্তি হিসাবে কাজ করবে।
আমি বাংলাদেশের ভ্রাতৃবৎ জনগণের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে তাদের পাশে থাকার ইচ্ছা ব্যক্ত করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন