শেরপুরের নালিতাবাড়ী থেকে মোখছেদ মিয়া (৩৬) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার খলাভাঙ্গা গ্রামের কালাগাং নামক স্থানে নিজ বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, খলাভাঙ্গা গ্রামের মোখছেদ মিয়া স্ত্রী সুরাইয়াকে নিয়ে স্বপরিবারে নারায়নগঞ্জের একটি ইটভাটায় কাজ করতেন। গত বুধবার রাতে মোখছেদ স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার দিনভর বাড়ি-ঘরের কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক বারোটার দিকে স্ত্রী ও কন্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে ঘরের দরজা খোলা দেখেন। পরে বাইরে বেড়িয়ে ঘরের সামনে সামান্য পূঁতে রাখা একটি কঞ্চিসহ বাঁশের খন্ডাংশে মোখছেদকে মৃত এবং হাটু গেড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তারা কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনেরা ছুটে আসেন। খবর পেয়ে আজ (শুক্রবার) দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে মোখছেদ এর স্বজনেরা জানান, বিয়ের পর থেকে গত প্রায় চৌদ্দ-পনেরো বছর যাবত দাম্পত্য কলহ চলছিল। পরিবারের কারো সাথে বনিবনা না হওয়ায় মোখছেদ তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়ি করেন। ফলে তারা এ ঘটনাকে আত্মহত্যা বলতে নারাজ। মোখছেদ এর বোন ফাতেমা বেগম (৪৫) ও ভাতিঝি (২৩) রূপালী জানান, এভাবে হাটু গেড়ে কেউ আত্মহত্যা করতে পারে না।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রিপন চন্দ্র সরকার জানান, মরদেহ ময়ানাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন