মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাশে এবার ডি গিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়া। স্প্যানিশ এই গোলরক্ষকের জন্মভুমি মাদ্রিদ কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে বাজেভাবে। এই অঞ্চলের জন্য তিনি তিন লক্ষ ইউরো অর্থ সহায়তা দিয়েছেন বলে গণমাধ্যমের খবর। এজন্য এক টুইটার পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস।

ইতালির পর করোনাভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছে স্পেনে। সবশেষ তথ্যমতে, প্রায় ৫৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন দেশটিতে, মারা গেছেন চার হাজার ৩৬৫ জন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ে ক্রীড়াঙ্গনের অনেকেই এগিয়ে আসছেন। সাহায্যের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, জøাতান ইব্রাহিমোভিচ, পেপ গার্দিওলাসহ অনেকে। পিছিয়ে নেই বাংলাদেশের তারকা অ্যাথলেটরাও।
নিজ নিজ অবস্থান থেকে জনগণকে সচেতন করার চেষ্টা করে চলেছেন মাশরাফি-তামিম-মুশফিকরা। ঘোষণা দিয়েছেন আর্থিক সহায়তারও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন