শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবৃত্তির অ্যালবাম তাহারা চারজন

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে মকবুল হোসেন পাইকের আবৃত্তির অ্যালবাম তাহারা চারজন। প্রকাশিত অ্যালবামে রয়েছে ১৪টি কবিতা। অ্যালবামটি সময়কে কেন্দ্র করেই তৈরি চিরকালের প্রেমিক কবি জীবনানন্দ দাস, প্রবহমান কালের কবি হেলাল হাফিজ, কামাল চৌধুরী এবং রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর কবিতা দিয়ে পুরো অ্যালবামটি সাজানো। প্রকাশিত অ্যালবামে জীবানন্দ দাসের বাংলার মুখ আমি, আবার আসিব ফিরে, একদিন এই দেহ, হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়, দুঃখের আরেক নাম, ফেরীঅলা, কামাল চৌধুরীর জন্মদিনের কবিতা, অভয় মিনার, বিজ্ঞাপন, দহন-সন্ধা এবং রুদ্্র মুহাম্মদ শহিদুল্লাহর বাতাসে লাশের গন্ধ, ধাবমান ট্রেনের গল্প, ফাঁসির মঞ্চ থেকে, গহিন গাঙের জল। পাইক জানান এ পর্যন্ত যতটুকু সৃষ্টিশীল কাজ করেছি তার মধ্যে এই কাজটি করে মনে মনে ভীষণ আনন্দ পেয়েছি। তাইতো চলমান ভাবনায় এখনও সৃষ্টিস্বপ্নসারথী হয়ে ভালোলাগা রেশ বয়ে গেছে। তিনি বলেন, আমার ভাষায় যখন চারদিকের বাতিগুলো নিভে আসে, জীবন চলার পথে কেবলই রাত হয়ে যায় তখন কবিতা মানুষকে পরম মমতায় বাঁচিয়ে রাখে। উল্লেখ্য, এর অগে সাউন্ডটেক থেকে পাইকের তিনটি কবিতা অ্যালবাম ‘‘রূপসা পাড়ের ছেলে’’, ‘‘মেঘনা পাড়ের মেয়ে’’ এবং ‘‘হৃদয়ে একাত্তর’’ প্রকাশিত হয়েছে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন