বিনোদন ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে কনসার্ট রকনেশন সামারস্টর্ম সেভেন। দেশের ১১টি ব্যান্ড দল নিয়ে ২৩ জুলাই বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কনসার্টে ওয়ারফেজ, অর্থহীন, ভাইকিংস, শিরোনামহীন, নেমেসিস, ক্রিপ্টিক ফেইট, আর্বোভাইরাস, ইন্দালো, পাওয়ারসার্জ, মিনার্ভা, অ্যাভয়েডরাফা ব্যান্ড দলগুলো নিয়ে এই কনসার্টের উদ্যোগ নেয়া হয়। আয়োজক প্রতিষ্ঠান লাইভ স্কয়ার এন্টারটেইনমেন্ট জানিয়েছে, দেশে জঙ্গি হামলাসহ নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি স্থগিত করা হয়েছে। সেপ্টেম্বরের দিকে এটি আয়োজন করার ইচ্ছা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন