শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কৃষকের ঈদ আনন্দ পুনঃপ্রচার

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চ্যানেল আইয়ের জনপ্রিয় ঈদ আয়োজন কৃষকের ঈদ আনন্দের ফার্মার্স গেইম শোর মূল পর্ব এবার ধারণ করা হয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ¦ীপে। বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় হরিশপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে কৃষকের নানারকম খেলাধুলা। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রতিবারের মতো এবারো কৃষকের ঈদ আনন্দে যুক্ত করেছেন নতুন নতুন বিষয়। ঘটনা পরাম্পরায় প্রামাণ্য চিত্র নির্মাণের জন্য ছুটে গেছেন যুক্তরাষ্ট্রের স›দ্বীপ প্রবাসী অধ্যুষিত ব্রæকলিন ও যুক্তরাজ্যের শর্পশায়ারের কিনলেটের এক দুর্গম চার্চে। যেখানে রয়েছে লর্ড ক্লাইভের সমাধি। কৃষকের ঈদ আনন্দের একেকটি ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে মালা গেঁথেছেন অজানা অদেখা অনেক বিষয়ের। যা বিষয় বৈচিত্র্যে হয়ে উঠেছে অনন্য এক আয়োজন। কৃষকের ঈদ আনন্দ চ্যানেল আইতে পুনঃপ্রচার হবে আজ সকাল ১০.৪৫ মিনিটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন