আশিক বন্ধু : শাহ আলম মÐল পরিচালিত আপন মানুষ সিনেমাটি আগামী ২৬ আগস্ট মুক্তি পাবে। এ সিনেমাটিতে অভিনয় করেছেন বাপ্পী, পরীমনি, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ প্রমুখ। এতে গান রয়েছে ৫টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, মনির খান, ন্যান্সি, কোনাল, ইমরান, রমা। পরিচালক জানান, আমার পরিচালিত দ্বিতীয় সিনেমা আপন মানুষ। এটি সামাজিক ও পারিবারিক গল্পের বিনোদনমূলক সিনেমা। সব ধরনের আয়োজন করে সিনেমাটি বানিয়েছি। আমি আশাবাদী, সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবেন না। উল্লেখ্য, পরিচালক শাহ আলম মÐলের সিনেমার মাধ্যমে পরীমনির সিনেমায় পথচলা শুরু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন