শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৩০০ কর্মীর পাশে বিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

প্রাণঘাতি করোনাভাইরাস শুধু মৃত্যুর আতঙ্কই নয়, খেটে খাওয়া দিনমজুর মানুষের নাভিশ্বাসও। এমতাবস্থায় খেলোয়াড়দের পাশাপাশি এবার বিসিবি নজর দিচ্ছে তাদের কর্মচারীদের উপর। বলা যায় আরো একটি মানবিক সাহায্য সহযোগিতার উদ্যোগ নিয়েছে তারা। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী মিরপুরস্থ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামসহ বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মী, অফিস পিয়ন, অফিস স্টাফ ও পরিচ্ছন্নতা কর্মীসহ মোট ৩০০ কর্মচারীকে এককালীন অর্থ সাহায্য দেয়া হবে। গতকাল তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন। ৩০০ জনের সবাইকে বেতনের বাইরেও অন্তত ৫/৭ হাজার টাকা করে দেয়া হবে।
সুজন বলেন, ‘এককালীন একটা অর্থ দেয়া হবে বিসিবির কর্মচারীদের। যে অর্থের পরিমাণ এখনো ঠিক করা হয়নি। তবে মাঠকর্মী, বিসিবি অফিস স্টাফ ও পিয়ন এবং পরিচ্ছন্নতা কর্মীসহ ৩০০ কর্মচারীকে আমরা মাসিক বেতন নিয়মিত দেয়ার পাশাপাশি এককালীন কিছু অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই এটা দেয়া হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন