শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইমরান খানের অর্থ উপদেষ্টা হাফিজ শেখ। -ডন, ডেইলি পাকিস্তান, ডেইলি জাং
সংবাদ সম্মেলনে হাফিজ শেখ বলেন, লকডাউন চলার কারণে অনেকেই চাকরি হারিয়েছেন, অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। দিনমজুররা চরম অভাবে দিন কাটাচ্ছেন। তাদের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি রুপির (পাকিস্তানি ১ রুপি সমান বাংলাদেশি ৫১ পয়সা) একটি ফান্ড তৈরি করার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রাদেশিক সরকার ও দেশের বড় ব্যবসায়ীদের সাহায্যে এ ফান্ড গড়ে তোলা হয়েছে। এ অর্থ শুধু ক্ষতির সম্মুখীন হওয়া ব্যক্তিদেরই দেয়া হবে।
পাকিস্তানে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৬ জন। মারা গেছেন ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১২৬ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন