শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আকস্মিক হাওয়ায় কলাপড়ায় বিদ্যুতিক খুটিসহ অর্ধশতাধীক ঘরবাড়ি বিধ্বস্ত

কলাপড়া(পটুয়াখালী) | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৯:৪৬ পিএম

 

পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক ঝড়ের বিদ্যুতিক খুটিসহ অর্ধশতাধীক কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এ ঝড়ো হাওয়ায় এসব ক্ষতিগ্রস্থ হয়। খোজঁ নিয়ে জানা গেছে, উপজলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়ায় একটি বৈদ্যুতিক খুটিসহ অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। এ ঝড়ে হাওয়ায় পৌর শহরের নির্মানাধীন একটি বিল্ডিংয়ের দেয়াল ভেঙেপরে একটি ঘরের টিনের চালাসহ আসবাব পত্রের ক্ষতি হয়েছ। ক্ষতিগ্রস্থ হয়েছে বনবিভাগের অফিস ঘরটির। ঝড়ের পর থেকেই কলাপাড়ায় বিদ্যুৎ হীন অবস্থায় রয়েছে। এছাড়াও এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশকিছু এলাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহিদুল হক সংবাদিকদের বলেন, বেশ কিছু ঘরবাড়ি এবং বৈদ্যুতিক খুটি উপড়ে পড়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। ক্ষতিগ্রস্থদের সহযোহিতা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন