শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরায় ১২০ পরিবারের মধ্যে যুবদলের ত্রাণ বিতরণ

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৩:২২ পিএম

মাগুরায় জেলা যুবদলের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ডের স্টেডিয়ামপাড়া এলাকায় ১২০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল এর নেতৃত্বে সহায়তা প্রদান কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ আলম, জেলা যুবদলের প্রচার সম্পাদক এ্যাড. জিয়াউর রহমান তিতাস, যুবদল নেতা সোহাগ, রিপন, শাওন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পদক ফাহিম মুনতাসির শান্ত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, ছাত্রনেতা মোঃঅংকুরসহ অন্যরা।

এ্যাড. কল্লোল জানান- করোনায় কর্মহীন মানুষ যখন দুমুঠো খাবারের জন্য ঘরে থাকতে কষ্টপাচ্ছেন। সরকারি দলের লোকজন তখন ত্রানের নামে তামাশা করছে। তারা ত্রান চুরির মহোৎসবে মেতেছে। এ অবস্থায় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে জেলা যুবদলের পক্ষ থেকে আমাদের সামর্থের মধ্যে যতটুকু সম্ভব আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এ মুহুর্তে আমরা দলমত নির্বিশেষ সকলকে নিরন্ন মানুষের পাশে থাকার আহবান জানাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন