শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ এনটিভিতে নাটক রিভিশন

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এনটিভিতে আজ রাত ১১.৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘রিভিশন’। শাফায়েত মনসুর রানা’র রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন তাহসান, মোনালিসা, বাপ্পী আশরাফ, সুষমা, ফারিয়া, অহনা প্রমূখ। ‘রাইয়ান সুদর্শণ হওয়ার কারণে মেয়েরা স্বভাবতই তার সঙ্গ পছন্দ করে এবং সেও ব্যাপারটি উপভোগ করে। বর্তমানে মায়েশার সাথে তার প্রেম চলছে। অন্য সবার সাথে রাইয়ান যেভাবে উদাসীন সময় পার করেছে, মায়েশার সাথেও সে অনেকটা একই রকম। একদিন ঘটনাক্রমে রাইয়ানের আসল চেহারা উন্মুক্ত হয় এবং রাইয়ানের সাথে মায়েশা সম্পর্কের ইতি টানে। এরপর থেকেই রাইয়ানের জীবনে নেমে আসে বিচিত্র ঘটনা। পূর্বের প্রেমিকা আনিকা, তিথি, সায়রা সবাই একে একে তার জীবনে ফিরে আসে। আনিকার আত্মহনন, তিথির সাথে খিটমিটে সাংসারিক জীবন, সায়রার উচ্চবিত্ত জীবনের সাথে তাল মেলাতে না পারা, এই সবকিছুই সে একে একে মুখোমুখি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন