শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অভিমানে অবসর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

মান-অভিমান করে অবসরের গল্পটা নতুন কিছু নয়। এই মান-অভিমানের গল্পে লেখা হয়েছে অসংখ্য পৃষ্ঠা। এবার সে গল্পে সংযোজন হলো আরও একটি নতুন পৃষ্ঠার। অভিমানের বশে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার স্পিনার স্টিভ ও’কিভ।
অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট মার্শ শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতেন এই অজি স্পিনার। পারফরম্যান্সে খুব একটা খারাপ ছিলেন না তিনি। সবশেষ মৌসুমে দলটির হয়ে ৫ ম্যাচে ২২টি উইকেট নিয়েছিলেন তিনি।


সর্বশেষ মৌসুমে দলের সর্বোচ্চ উইকেট শিকারি হলেও পরবর্তী মৌসুমের জন্য স্কোয়াডে ডাকা হয়নি তাকে। আর তাতেই বেশ ব্যথিত হয়েছেন তিনি। যে কারণে অভিমানে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন এই স্পিনার। অবসরের ব্যাপারে ও’কিফ বলেন, ‘যখন জানলাম আমি আর চুক্তি নবায়ন করতে পারছি না, তখন খুবই ব্যথিত হয়েছি। কিন্তু দলের সিদ্ধান্ত শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি এবং আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ৯টি টেস্টে তার ঝুলিতে আছে ৩৫টি উইকেট। প্রথম শ্রেণিতে ৮৮টি ম্যাচে ৩০১টি উইকেট শিকার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন