শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জাহিদ সাঁইয়ের মিউজিক ভিডিও শূন্য শূন্য

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রকাশিত হয়েছে শিল্পী জাহিদ সাঁইয়ের গানের মিউজিক ভিডিও ‘শূন্য শূন্য’। প্রিয় মানুষটিকে হারানোর পর একাকিত্ব যে কত কঠিন ও কষ্টের সেটা ভিডিওতে তুলে ধরা হয়েছে। রাজধানীর অদূরে সম্প্রতি গানটির দৃশ্যধারণ করা হয়েছে। গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন সজিব দাস। ভিডিওটি নির্মাণ করেছেন আব্দুল্লাহ আল মামুন এরিন। গানটিতে মডেল হয়েছেন বৃষ্টি। শিল্পী জাহিদ সাঁই তার গানের মিউজিক ভিডিওটির সফল্য নিয়ে আশাবাদী। নির্মাতা এরিন জানান, আমার বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন ধারার এই মিজিক ভিডিওটি দর্শকের মন জয় করে নেবে। বর্তমানে ইউটিউবে প্রচার হলেও মিউজিক ভিডিওটি খুব শীঘ্রই বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন