বিনোদন ডেস্ক : সিনেমায় একটি গানে শাকিবের সঙ্গে পারফরম করেছেন সঙ্গীতশিল্পী পড়শী। মেন্টাল নামের এ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। নতুন খবর হচ্ছে, ভালো গল্প ও বড় আয়োজন হলে সিনেমায় পুরোপুরি নায়িকা হতে তার আপত্তি নেই। এ ব্যাপারে পড়শী জানান, শাকিব খানের সঙ্গে মেন্টাল-এর কাজটি খুব এনজয় করেছি। খুব ভালো লেগেছে। তবে, একটি গানেই শুধু নয়, যদি তেমন আয়োজন, গল্প ও চরিত্র যদি পাই তাহলে নায়িকা হতে রাজী। কারণ দেশে ও দেশের বাইরে আমি যাদের ফলো করি তারা সব মাধ্যমেই স্বাবলীল। ফলে আমিও সিনেমা করতে চাই। এদিকে পড়শী এখন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর পাশাপাশি কিছু সিঙ্গেল ট্র্যাকের কাজ করছেন। একটি মিউজিক ভিডিওরও পরিকল্পনা করছেন। ফোক ধাঁচের এ গানটির সঙ্গীতায়োজন করবেন জুয়েল মোর্শেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন