অভিনেত্রী শার্লিজ থেরন জানিয়েছেন সন্তানদের দেখভাল করে এতোটাই ক্লান্ত হয়ে পড়েন যে মেথড ধারার অভিনয়ে মনোযোগ দিতে পারেন না তিনি। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী এই অভিনেত্রীর দুই দত্তক নেয়া ছেলে জ্যাকসন আর অগাস্টের বয়স যথাক্রমে আট ও চার। ৪৪ বছর বয়সী অস্কারজয়ী অভিনেত্রীটি বলেন, ক্যামেরা বন্ধ হলেও সব গ্ল্যামার আর চমক শেষ হয়ে যায়। তিনি বলেন : “আমি আমার ট্রেলারে ঢুকি, মেক-আপ মুছে ফেলে বাড়ি ফিরে যাই। আমি জানি না অন্যরা চরিত্রে মিশে থাকে কী করে। আমি খুব অলস। আমাকে দুটি বাচ্চার দেখাশোনা করতে হয় আর বাড়ির পিছে থেকে কুকুরের বিষ্ঠা ফেলতে হয়।”
“আমি জানি না অন্যরা এই চরিত্রে মিশে থাকে কী করে। এ তো ক্লান্তিকর। ভূষণ ক্লান্তিকর। একেবারে প্রথম দিকে আমি শিখেছিলাম যতটা সব মুক্ত করে দেবে ততটাই ভাল- প্রথম দিকে আমার জন্য এটা খুব কঠিন ছিল, কিন্তু এখন আমি অনেক শৃঙ্খলাবদ্ধ।” থেরন শন পেন এবং স্টুয়ার্ট টাউনসেন্ডের সঙ্গে প্রেম করলেও বিয়ে করেননি। ২০১২ ও ২০১৫তে তিনি দুই ছেলেকে দত্তক নেন। ‘মনস্টার’ চলচ্চিত্রে সিরিয়াল কিলার আইলিন উরনসের ভূমিকায় অভিনয়ের জন্য থেরন ২০১৪তে অস্কার জয় করেন। চরিত্রের জন্য তিনি দীর্ঘদিন গোসল করা থেকে বিরত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন