সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রকাশ পাচ্ছে আগুনের কালো পাথর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুন মক্কা শরীফের কালো পাথর নিয়ে একটি গান গেয়েছেন। তবে কেন তিনি এই গান গেয়েছেন এর ব্যাখা তিনি আপাতত দিতে চাচ্ছেন না। গানের নাম ‘কালো পাথর’। গানটি লিখেছেন ও সুর করেছেন আগুন নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। এরইমধ্যে গানটির রেকর্ডিং শেষে গানটির মিউজিক ভিডিও নির্মানের কাজও শেষ হয়েছে বলে জানান আগুন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দূরে। ‘কালো পাথর’ গানটি প্রসঙ্গে আগুন বলেন,‘ হঠাৎ করেই মনের অজান্তে মুসলিম বিশে^র পবিত্র স্থান মক্কা শরীফের কালো পাথর’টি নিয়ে একটি গান লিখতে ইচ্ছে হলো আমার। গানের কথা নিয়ে এখনই কিছু বলতে চাইনা, কিংবা গানটি কেন লিখলাম সেই বিষয়েও এখনই কিছু বলতে চাইনা। তবে আমরা আমাদের জীবনে এতো এতো পাপ করেছি যে এই পাপের আসলে ক্ষমা নেই। প্রকৃতিও এখন আমাদের বিরুদ্ধাচারণ করছে। প্রকৃতিও আমাদেরকে আর নিতে পারছেনা। যে কারণে সারা বিশ্ব এখন করোনা ভাইরাসে বিপর্যস্ত। মানুষ এখন ঘরবন্দী। জানিনা আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদের কবে পরিত্রাণ করেন। আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি যেন আমাদের ক্ষমা করে দেন। আর আমার ভক্ত শ্রোতাদের প্রতি অনুরোধ রইলো কালো পাথর গানটি প্রকাশের পর সবাই যেন গানটি শোনেন। তাহলে সবাই নিজেদেরকে শোধরাতে উদ্বুদ্ধ হবেন। এটি একটি জীবনবোধের গান। এই গান মানুষের মাঝে পরিবর্তন আনবে নিশ্চয়ই, এটা আমি বিশ্বাস করি।’ দু’তিনদিনের মধ্যেই গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান আগুন। এর আগে সর্বশেষ আগুনের কন্ঠে ‘আধুনিক যাযাবর’ গানটি প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন আলী জুলফিকার জাহেদী। সুর করেছিলেন এসএ কিরণ, সঙ্গীতায়োজন করেছেন মিছিল (আগুনের ছেলে)। গানের ভুবনে একজন শিল্পী হিসেবে আগুন তুমুল জনপ্রিয়তা পান সোহানুর রহমান সোহান পরিচালিত সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান গেয়েছে। তবে তিনি প্রথম প্লে-ব্যাক করেন কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত ‘প্রেম প্রীতি’ সিনেমায়। সিনেমাতে তিনি রায়হান মুজিবের লেখায় ও আলম খানের সুর সঙ্গীতে গান গেয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন