সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দুই শ’ শিশুর পাশে কণ্ঠশিল্পী সালমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৯:২১ পিএম

করোনায় অসহায় হয়ে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। ঢাকা শহরে বসবাসরত অধিকাংশ মানুষই এখন ঘরবন্দি। সংকটময় এ মুহুর্তে গৃহহীন পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করছে ‘সাফিয়া ফাউন্ডেশন’। কণ্ঠশিল্পী সালমা ও সাগর দম্পতির উদ্যোগে গঠন করা হয়েছে সেবামূলক প্রতিষ্ঠানটি।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে অসচ্ছল পরিবারের বাচ্চাদের মধ্যে দুধ বিতরণ শুরু করেছে ফাউন্ডেশনটি। জানা যায়, প্রথম দিন ৫০০ গ্রাম করে মোট ২০০ শিশুকে দুধ বিতরণ করা হয়।

সালমা সংবাদ মাধ্যমকে জানান, সাফিয়া ফাউন্ডেশনের ফেসবুক পেজে (https://www.facebook.com/safiafoundation.ed) যারা নক করবেন তাদের বাড়িতে গিয়ে দুধ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নির্দিষ্ট কিছু পরিবারের তালিকা করেও দুধ পৌঁছে দেওয়া হচ্ছে। করোনার এই মহামারি যতোদিন চলবে ততদিনই ধারাবাহিকভাবেই এই দুধ বিতরণ চলতে থাকবে।

সালমা মনে করেন এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন