শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রুবেলের উপলব্ধি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এই ভাইরাসের ভয়াল থাবা থেকে যেন নিস্তার নাই কারো। ইতোমধ্যে বিশ্বের ২২০টি দেশের প্রায় ১৮ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত মৃত্যু ঘটেছে ১ লাখ ১০ হাজার মানুষের। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা এখন ৬২১। এদের মধ্যে মারা গেছেন ৩৪ জন। এমন পরিস্থিতিতে সবাই আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছেন। বর্তমানে মৃত্যুর কথাই যেন ভাবছেন বিশ্বের সব মানুষ। এই উপলব্ধি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেরও। তাই তো ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে তিনি লিখেছেন, ‘ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। এই মৃত্যুর মিছিলে হয়তো আমিও চলে যেতে পারি।’
করোনাভাইরাস আতঙ্কে হঠাৎ ঘরবন্দি হওয়া দিন মজুর খেটে খাওয়া অসহায় মানুষদের পাশে আগেই দাঁড়িয়েছেন রুবেল। ব্যক্তিগত উদ্যোগে নিম্ন শ্রেনির অসহায় মানুষদের ঘরে ঘরে খাবারও পৌঁছে দিয়েছেন তিনি। পাশাপাশি রুবেল দেশের কিছু অসাধু ব্যবসায়ীদের সমালোচনাও করেছেন। গত ২১ মার্চ ফেসবুকে রুবেল লিখেছিলেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগু, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা এবং ২০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ! ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়াচ্ছে। তারাই আসলে দেশের করোনাভাইরাস।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন