আয়ুষ্মান খুরানা এখন তার আসন্ন ফিল্ম ‘মেরি পেয়ারি বিন্দু’র কাজ নিয়ে ব্যস্ত আছেন। অভিনেতাটি জানিয়েছেন তিনি কখনই টিভি এবং ছোট পর্দায় অনুষ্ঠান উপস্থাপনা করা ছাড়বেন না।
“ছোট পর্দা থেকেই আমি শুরু করেছি। আমি একসময় একটি তারুণ্যভিত্তিক চ্যানেলে উপস্থাপক ছিলাম আর এরপর আমি ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি। আমি আইপিএলও উপস্থাপনা করেছি... তাই বলা যায় আমি কখনওই টেলিভিশন ছাড়িনি...,” আয়ুষ্মান বলেন।
তিনি বলেন, ছোট আর বড় পর্দা আসলে পরস্পরের ওপর নির্ভরশীল দুটি মাধ্যম, এর একটি অন্যটি ছাড়া থাকতে পারে না।
“তাই বলা যায় আমাকে টেলিভিশনে কাজ করতেই হবে বা আমি টেলিভিশন থেকে এসেছি। আমি কখনওই টেলিভিশন বা উপস্থাপনা ছাড়ব না। বিচারকের দায়িত্ব নেব যদি অনুষ্ঠান আকর্ষণীয় হয়,” ৩১ বছর বয়সী অভিনেতাটি বলেন।
আয়ুষ্মানকে আগামীতে ‘মেরি পেয়ারি বিন্দু’ চলচ্চিত্রে পরিণীতি চোপড়ার সঙ্গে একজন বাঙালি ঔপন্যাসিকের ভ‚মিকায় দেখা যাবে। এতে পরিণীতির ভ‚মিকাটি একজন উঠতি গায়িকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন