সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার ৪৫ হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলেন সোনু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৫:১৯ পিএম

করোনায় দিনমজুর ও অসহায় মানুষের পাশে এবার দাঁড়ালেন বলিউড অভিনেতা সোনু সুদ। এর আগে তিনি স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের জুহুর হোটেলের দরজা খুলে দিয়েছেন। এবার আমচি মুম্বইয়ের প্রায় ৪৫ হাজার দুস্থদের দুবেলা খাওয়ানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সোনু।

শক্তি আনন্দম নামে একটি সংস্থা চালু করেছেন সোনু সুদ। যে স্বেচ্ছাসেবী সংস্থার নাম তিনি তার স্বর্গীয় বাবা শক্তি সাগর সুদের নামানুসারে রেখেছেন শক্তি আনন্দম। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগেই দুস্থদের কাছে খাবার পৌঁছে দেবে সোনুর সংস্থা। আন্ধেরি, যোগেশ্বরী, জুহু, বান্দ্রার মতো একাধিক এলাকায় বাস করা প্রায় ৪৫ হাজার দুস্থদের খাওয়ার বন্দোবস্ত করবেন তিনি।

সোনু সুদ জানিয়েছেন, সময়টা আমাদের করোরই ভালো যাচ্ছে না। তবে এই সময়ে আমাদের মতো অনেকেই হয়তো বা বহাল তবিয়তে রয়েছেন। কারণ, আমাদের খাওয়া কিংবা বাসস্থানের তো অভাব নেই! কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যাদের পক্ষে প্রতিদিন দুবেলা খাবার জোগাড় করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, লকডাউনের জেরে বন্ধ রোজগার। আমি আমার বাবার নামে শক্তি আনন্দম নামে একটি সংস্থা চালু করেছি। সেই সংস্থার তরফেই রোজ অন্তত ৪৫ হাজার দরিদ্র মানুষকে খাবার এবং কিছু রেশন দেওয়ার ব্যবস্থা করেছি। আশা করি, এই উদ্যোগের মাধ্যমে আমি কিছুটা হলেও দুস্থ-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পারব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন