জেলার সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামে নিজ ঘর থেকে আদুরী আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। আদুরী ওই উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আইয়ুব আলীর স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ সকালে পারিবারিক বিষয় নিয়ে আদুরীর সঙ্গে তার শাশুড়ির বাকবিতন্ডা হয়। এরপর শাশুড়ির ওপর অভিমান করে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
সাপাহার থানার ওসি আব্দুল হাই জানান, গৃহবধূর লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন