শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টেইলর সুইফ্টের সঙ্গে সম্পর্ক পাবলিসিটি স্টান্ট নয় : টম হিডলস্টন

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

‘থর’ তারকা টম হিডলস্টনের সঙ্গে গায়িকা টেইলর সুইফ্টের রোমান্স এখন হলিউডের সবচেয়ে জোরালো গুজব। অনেকের ধারণা এটি বাস্তব প্রেম আর অনেকের বিশ্বাস এটি ফাঁকা প্রচারের চমক ছাড়া আর কিছু নয়। হিডলস্টন সম্প্রতি এটি ফাঁকা প্রচার নাকি বাস্তবতা সেই সম্পর্কে সাড়া দিয়েছেন।
প্রথম যেদিন থেকে তাদের রোমান্সের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেতে শুরু করে তখন থেকেই তাদের দুজনের ভক্তরা তাকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। ভক্তদের এক অংশের অভিযোগ তারা ক্যামেরার জন্যই এই রোমান্সের অভিনয় করছেন। কেউ কেউ বলছে, তাদের এই সম্পর্ক আসলে একেবারে ভুয়া, এর সবই আসলে টেইলরের একটি মিউজিক ভিডিওর অংশ বা সেটি সম্পর্কিত।
“কীভাবে বিষয়টি প্রকাশ করব? সত্য কথা হল টেইলর সুইফ্ট আর আমি একসঙ্গে আছি, আর আমরা খুব সুখী। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। এটাই হল সত্য। এটি কোনও রকম পাবলিসিটি স্টান্ট নয়,” হিডলস্টন (৩৫) হলিউড রিপোর্টারকে বলেন।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে অভিনেতাটি অচিরেই ২৬ বছর বয়সী পপ তারকাটিকে বিয়ের প্রস্তাব দেবেন।
হিডলস্টন জানিয়েছেন কিছুটা নাটকীয়তার অবতারণা হতে পারে কারণ সব কিছু কেমন অদ্ভুত আর সহজে হয়ে গেছে।
বিরুদ্ধ মন্তব্য নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান টম হিডলস্টন।
টেইলর সুইফ্টের সঙ্গে অন্তত দশজন অভিনেতা-গায়কের সম্পর্কের কথা জানা যায়। ‘সিরিয়াল ডেইটার গার্ল’ হিসেবে তার কুখ্যাতি আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন