জেক সিমান্স্কি পরিচালিত কমেডি অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মাইক অ্যান্ড ডেইভ নিড ওয়েডিং ডেট্স’। এটি সিমান্স্কি পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি এর আগে টিভি বেশ কিছু সিরিজের পর্ব এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিও চলচ্চিত্র নির্মাণ করেছেন।
মাইক (অ্যাডাম ডিভাইন) আর ডেইভ স্ট্যাঙ্গল (য্যাক এফরন) দুই সহোদর। জীবনকে তারা ফুর্তির মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। পার্টি করেই তাদের রাত কাটে। বাবা তাদের এই ফুর্তিবাজ আচরণে বিরক্ত। সামনে হাওয়াইতে তাদের বোন জিনি’র (শুগার লিন বেয়ার্ড) বিয়ে। এই সময় তাদের সঙ্গে সঙ্গিনী থাকবে না তা হতে পারে না। বাবা আর তাদের পরিবারের কাছে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য তারা সিদ্ধান্ত নেয় দুজনই গ্রহণযোগ্য সঙ্গিনী সংগ্রহ করবে। তারা ভাল সঙ্গিনী বা ডেটের খোঁজে ইন্টারনেটে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনটির বিষয়টি ‘ওয়েন্ডি উইলিয়াম্স শো’তে প্রচার করা হলে টাটিয়ানা (অব্রি প্লাজা) আর অ্যালিস (অ্যানা কেনড্রিক) মাইক আর ডেইভ সম্পর্কে জানতে পেরে তাদের সঙ্গে যোগাযোগ কর। তারাও কিন্তু উদ্দাম আর উচ্ছৃঙ্খল, অনেকটা মাইক আর ডেইভের মত। টাটিয়ানা আর অ্যালিস সিদ্ধান্ত নেয় তারা ভদ্র আর বিনয়ী ডেট হিসেবে নিজেদের মাইক আর ডেইভের সামনে হাজির করবে। টাটিয়ানা আর অ্যালিস হাওয়াইতে পৌঁছার পরই মাইক আর ডেইভ বুঝতে শুরু করল তাদের কতটা বোকা বানানো হয়েছে। দুই নারীকে তারা যেমন জেনেছে তারা আসলে তেমন নয়। ফিরে যায় তারা তাদের আগের জীবনে। শুরু হয়ে দুই ভাই আর দুই নারীর উদ্দামতার প্রতিযোগিতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন