সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২৫ হাজার মুক্তি দিচ্ছে মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপনে ২৫ হাজার কারাবন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে মিয়ানমার। শুক্রবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এমন খবর দিয়েছে। প্রেসিডেন্ট উইন মিন্ট বলেন, দেশজুড়ে ২৪ হাজার ৮৯৬ কারাবন্দি, যাদের মধ্যে ৮৭ বিদেশি নাগরিকও আছেন, তাদের নিঃশর্ত মুক্ত করে দেয়া হবে। মানবিক দিক বিবেচনা করে এবং জনগণের মধ্যে স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। তবে এসব বন্দির কী অপরাধে কারাদন্ড হয়েছিল, তার বিস্তারিত জানাননি প্রেসিডেন্ট। মুক্ত পরিবার সদস্যদের স্বাগত জানাতে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসিয়ান কারাগারে লোকজনকে ভিড় করতে দেখা
গেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন