সরকারি হট লাইন ‘৩৩৩’ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা চাওয়ার কারণে নাটোরের লালপুরে শহিদুল ইসলাম নামে এক কৃষককে মারপিটের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় তাকে গ্রেফতার করা হয়। এ মামলার অপরদুইজন আসামি পলাতক রয়েছেন। এরআগে ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ ৩জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম।
জানা গেছে, লালপুরের (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়ে। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে গত ১০ এপ্রিল সরকারি হটলাইন নম্বর ৩৩৩-এ ফোন করে খাদ্য সহায়তা চান। এর দুইদিন পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার চৌকিদার দিয়ে তাকে ডেকে এনে মারধর করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন