শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইউপি চেয়ারম্যান কারাগারে

পটুয়াখালীতে যৌতুক মামলা

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ইউপি চেয়ারম্যান স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করা হলে বিচারক আমিরুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তবে এই মামলার দ্বিতীয় আসামি বাদীর শ্বশুর সৈয়দ আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন আদালত। কারাগারে প্রেরিত আসামি সৈয়দ মশিউর রহমান শিমু কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক। বাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল নোমান বলেন, অভিযুক্ত আসামি মশিউর রহমান শিমু ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে দীর্ঘদিন থেকে স্ত্রী মোসা. ফাতেমা আক্তারকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। বাদী কোন উপায় না পেয়ে গত ১৮ জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে প্রথম আসামি বাদীর স্বামী মশিউর রহমান শিমু ও তার শ্বশুর সৈয়দ আখতারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়। একই ঘটনায় অপর আরো দুই আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেয়নি আদালত। প্রসঙ্গত, অভিযুক্ত আসামির বিরুদ্ধে ইতোপূর্বে সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি এক মুক্তিযোদ্ধাকে মারধরের মামলায় শিমুকে জেলে যেতে হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন