শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পন্ডিত রবি শঙ্করের আশীর্বাদে ধন্য র‌্যাপার রাজা কুমারী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৭ এএম

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন র‌্যাপ গায়িকা রাজা কুমারী জানিয়েছেন তার পেশাগত জীবনে প্রথম আশীর্বাদটি তিনি পেয়েছিলেন গ্র্যামি বিজয়ী সেতার মায়েস্ত্রো পন্ডিত রবি শঙ্করের কাছ থেকে। বিশ্ববিশ্রুত সেতার বাদকের জন্মশত বার্ষিকীতে এক ইনস্টাগ্রাম পোস্টে রাজা কুমারী পরলোকগত সঙ্গীতজ্ঞর সঙ্গে তার শিশু বয়সের কিছু ছবি প্রকাশ করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন : “আমার শৈল্পিক ক্যারিয়ারে পন্ডিত রবি শঙ্কর ছিলেন প্রথম আশীর্বাদকারী। যখনই আমি নিজের ব্যাপারে সন্দিগ্ধ হয়েছি তার সেই আশীর্বাদের কথা মনে পড়েছে এবং আমি নিশ্চিত হয়েছি- আমি সবকিছু করতে পারি।” রাজা কুমারী লিখেছেন তার এই ছবিকে তিনি আশীর্বাদ হিসেবে গণ্য করেন। “আমি আমার ‘বিলিভ ইন ইউ’ অ্যালবামের কাভার আর্ট হিসেবে তার আশীর্বাদ দেবার এই ছবি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। সামগ্রিকভাবে বলা যায়, তার আশীর্বাদ সবসময় আমাকে আমার ওপর আস্থা রাখার কথা মনে করিয়ে দিয়েছে। #রবি শঙ্করের ১০০ বছর।” রাজা কুমারী পাশ্চাত্যে ইগি এজালিয়া, গোয়েন স্টেফানি, ফিফ্থ হারমনি, নাইফ পার্টি এবং ফ্যাট আউট বয়েস-এর সঙ্গে পারফর্ম করেছেন। এছাড়া ভারতীয় র‌্যাপার ডিভাইনের সঙ্গে গেয়েছেন তিনি। বলিউডের চলচ্চিত্রের জন্যও তিনি কণ্ঠ দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন