বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এনটিভিতে আজ ধারাবাহিক নাটক রূপ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৭ এএম

এনটিভিতে আজ রাত ৯.৪০ মিনিটে প্রচার হবে আমেরিকা ও থাইল্যান্ডে চিত্রায়িত ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘রূপ’। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার ও সোমবার প্রচার হচ্ছে। শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরী’র যৌথ রচনায় নাটকটির চিত্রনাট্য করেছেন হৃদি হক এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। অভিনয়ে- তৌকির আহমেদ, সাজু খাদেম, জাকিয়া বারি মম, হৃদি হক, লিটু আনাম, সানজিদা প্রীতি, এফ এস নাঈম, আসিব চৌধুরী, তানজিকা আমিন, আইরিন পারভিন লোপা প্রমূখ। ‘অনেকেরই ধারণা আমেরিকা মানেই স্বপ্নের দেশ। কোনভাবে একবার যেতে পারলেই হয়, সব সমস্যার সমাধান। নীরাও জানতো না তার গন্তব্য কি হতে চলেছে। মনের গভীরে তৃষ্ণা ছিল, আমেরিকা প্রবাসী ফিরোজকে বিয়ে করে জীবনের অপূর্ণতাগুলো পূরণ করবে। ফিরোজের বয়সটা হোকনা একটু বেশী। কিন্তু ফিরোজতো এমন করে ভাবেনি। কিন্তু দু’দিকে তাকিয়ে থাকা দুটো মানুষের কি আর মনের মিল হয়? দিনে দিনে দূরত্ব বাড়ে। আর সেই দূরত্বে জায়গা করে নেয় রোহান। সারাক্ষণ আনন্দে থাকা ফিরোজের সহকর্মী রোহানের জন্য নীরার সাথে সম্পর্ক যেখানে ছিল অনেক বেশী স্বপ্ন দেখা, নীরার ভাবনায় তা ছিল শুধুই বন্ধুত্বের ডাক। জটিলতা গভীর করে ফিরোজের হঠাৎ মৃত্যু। রিয়ার জন্য এতদিনের বন্ধু-ব্যবসার অংশীদার সাগরের বিরুদ্ধে ফিরোজের ষড়যন্ত্র কিছুতেই মানতে পারছিল না নীরা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন