শরীর চর্চা, ঘরকন্নার কাজ ছাড়াও রিচা চাদা এই লকডাউনের সময়টা কাজে লাগাচ্ছেন এক সৃষ্টিশীল উপায়ে। চিত্রনাট্য লেখায় হাত দিয়েছেন তিনি। বিষয়টি যেভাবে শুরু আর এগোচ্ছে তারও বর্ণনা দিয়েছেন রিচা। “আমার মনের কিছু ভাবনা লেখা থেকে এর শুরু। দেখলাম সেগুলো বেশ আকর্ষণীয় বিষয়বস্তুতে পরিণত হয়েছে। অবিলম্বে আমি উপলব্ধি করলাম এগুলো মিলিয়ে কিছু একটা তৈরি করা যায়। তাপরই চিত্রনাট্য লেখা শুরু করি। এটি আমার প্রিয় কমেডি ধারার। পটভূমি খুব মজার,” তিনি বলেন। তিনি তার চিত্রনাট্যের বিষয় বর্ণনা করতে গিয়ে বলেন : “বাস্তবতা হল আমাদের সবার জীব তীব্র গতিতে চলছিল, তা আচমকা থেমে গেছে। এতে মানুষের জীবন কতটা ভঙ্গুর আর ভারসাম্যহীন তা উপলব্ধি করেই আমার লেখা শুরু। আমি লিখতে চেয়েছি কোন বিষয়ে মানুষের অগ্রাধিকার দেয়া উচিত আর কোন কোন বিষয় দরকারি। অধিকাংশ সময় আমরা ফালতু জিনিসের পিছে ছুটি আর ভুলে যাই কোন বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে।” তিনি আরও বলেন : “এসব ধারণা অনেকদিন আমার মনে আটকে ছিল এই লকডাউনের সময় আমার সৃষ্টিশীল দিকটি প্রকাশিত হয়েছে। আমি এখন একটি কাঠামো তৈরি করেছি। এর পর একে বড় করব।” প্রসঙ্গত উলেখ্য, এই এপ্রিলে তার ‘ফুকরে’ সহ-অভিনেতা আলি ফজলের সঙ্গে বিয়ে হবার কথা ছিল কোভিড-১৯ মহামারীর কারণে তা বাতিল হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন