অভিনেত্রী লাবিনা ট্যান্ডন নতুন টিভি শোতে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। আগামীতে তাকে ‘হর মুশকিল কা হাল আকবর বীরবল’ সিরিজে একটি বিশেষ ভ‚মিকায় দেখা যাবে।
ইতিহাস অনুপ্রাণিত বিগ ম্যাজিক চ্যানেলের এই কমেডি সিরিজটিতে তিনি হাসিনা নামে এক নর্তকীর ভ‚মিকায় অভিনয় করবেন। মোগল দরবারে এই চরিত্রটি হবে আনারকলির প্রতিদ্ব›দ্বী। ইতিহাস বা পূরণ নিয়ে কোনও শোতে তিনি এই প্রথম অভিনয় করছেন।
কিকু শার্দা এবং বিশাল কোটিয়ানের মত অভিনেতাদের সঙ্গে কাজ করর সুযোগে পেয়ে তিনি উচ্ছ¡াস প্রকাশ করেছেন। এছাড়া বাকি কাস্ট ও প্রডাকশনেরও প্রশংসা করেছেন।
লাবিনা বলেছেন, “আমি সত্যিই বিগ ম্যাজিকের প্রধান শো ‘হর মুশকিল কা হাল আকবর বীরবল’ সিরিজে অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দিত। প্রস্তাব পাবার সঙ্গে সঙ্গেই আমি সায় দিয়েছি। আমি দীর্ঘদিন ধরেই সিরিয়াস ধরণের ভ‚মিকায় অভিনয় করছিলাম, তাই এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলাম।”
লাবিনা ট্যান্ডনকে সর্বশেষ দেখা গেছে কালার্স টিভির ‘নাগিন- মহব্বত অওর ইন্তেকাম কি দাস্তান’ সিরিয়ালে কালীর ভ‚মিকায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন