বিনোদন ডেস্ক : আমেরিকায় ফিরে গেলেন অভিনেত্রী রিচি সোলায়মান। মাস ছয়েক আগে দেশে এসেছিলেন তিনি। অভিনয়েও নিয়মিত হয়েছিলেন। গত ঈদে প্রায় এক ডজন নাটকে অভিনয় করেন। মিডিয়ার সবাই ধরে নিয়েছিলেন রিচি হয়তো দেশেই থেকে যাবেন। সবার ধারণা ভুল প্রমাণ করে তিনি নিউইয়র্কে পাড়ি দিয়েছেন। যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার কাছ থেকে বিদায়ও নিয়েছেন। আবার কবে ফিরছেন তিনি? এমন প্রশ্নে উত্তরে নির্দিষ্ট করে দিনক্ষণ বলতে পারেননি। জানিয়েছেন, ঠিক বলতে পারছি না। এর ফলে দেশে ফেরাটা রিচির এক প্রকার অনিশ্চিত হয়ে গেল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন