শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনা দুর্যোগে নারী ফুটবলার সাবিনার বার্তা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৬:৫৯ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে স্থবির গোটা বিশ্ব। বিশ্বের ২২০টি দেশে এই ভাইরাস সংক্রামণ হওয়ায় আতঙ্কিত সবাই। প্রায় সব দেশই বর্তমানে লকডাউনের আওতায়। বিশ্বের অন্যান্য দেশের মতো সরাসরি না হলেও বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন। সরকার তিন দফা সাধারণ ছুটি বাড়ালে বাংলাদেশের মানুষকে ঘরে আটকে রাখা যাচ্ছেনা। দেশে প্রায় একমাস টানা সরকারী ছুটি থাকায় সবাইকে ঘরবন্দী দিন কাটাতে হচ্ছে। কিন্তু এতে যেন হাফিয়ে উঠেছেন দেশবাসী। তাই সুযোগ পেলেই তারা বাইরে যাচ্ছেন। কিন্তু এটা করা যাবেনা- এমন পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

করোনা দুর্যোগের এই সময় বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুৃন। তার উপলব্ধি মানুষকে ধৈর্যশীল হতে হবে। করোনার বিস্তার রোধে সবাইকে ঘরেই থাকতে হবে। গৃহবন্দী সময়টা কিভাবে উপভোগ করা যায়, নিজ ভক্ত ও ফুটবল সমর্থকদের সেই পরামর্শ দিলেন সাবিনা। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কোভিড-১৯ বিরোধী ক্যাম্পেইনে এক বার্তায় সাবিনা বলেন,‘ঘরের মধ্যে থাকাটা কঠিন, বিশেষ করে তরুণদের জন্য। তবে প্রযুক্তির মাধ্যমে অনলাইনে ভালো অনেক কিছু পেতে পারি আমরা। সেটা হতে পারে নতুন শখ খুঁজে বের করা কিংবা ফিটনেসের উন্নতি। যদি আপনি একা থাকেন, তবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে কথা বলার উপায় বানান এটাকে।’

 

জাতীয় নারী দলের অধিনায়ক আরো বলেন, ‘ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষাও গুরুত্বপূর্ণ। আশা করি আমরা সবাই মিলে এই শৃঙ্খল ভাঙতে এবং করোনাভাইরাসের বিস্তার রোধ করতে পারব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন