শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে সরঞ্জামাদি পাঠিয়েছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনায় বিরুদ্ধে চিকিৎসকদের যুদ্ধ করতে পাকিস্তানে সরঞ্জামাদি পাঠিয়েছে তুরস্ক। এসব সামগ্রী ইসলামাবাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ইহসান মুস্তফা ইউর্দাকুল পাকিস্তানের হাতে তুলে দেন। তুর্কি রাষ্ট্রদ‚ত আনাদোলু এজেন্সিকে বলেন, একটি বিশেষ বিমানে আমাদের পাকিস্তানি ভাইবোনদের জন্য ২০ হাজার মাস্ক, ৫০ হাজার জীবন রক্ষাকারী পিপিই এবং ১ লাখ ফেস শিল্ড দেয়া হয়েছে। ইউর্দাকুল আরও বলেন, ওই ফ্লাইটটিতে ১৪০ জন তুর্কি নাগরিককে পারিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে। তারা এখান থেকে গিয়ে মধ্য এসকিহির প্রদেশে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। এ ছাড়াও তুরস্ক ম্যালেরিয়াবিরোধী ১০ লাখ ক্লোরোকুইন ওষুধ দিয়েছে পাকিস্তানকে। এসব ওষুধ করোনা চিকিৎসায় ব্যবহার করা
হয়। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন